উৎসর্গ




শুনেছি কোনো এক পাখি যেনো 

একবার সাঙ্গি  হারালে বা মারা গেলে নতুন করে জোট  বাধেনা।

তাকে খুব দেখতে ইচ্ছে করলো।

আচ্ছা সে কি কোনো বিদেশি পাখি।

তার সঙ্গীর  কতো রুপ,কিবা আছে গুন,

কি আছে তার মাঝে। 

কতোটা ভালো বাসে,  তার থেকে জানার ইচ্ছে। 

কতো কৃপন হৃদয়ের অধিকারি সে,

দ্বিতীয়  সঙ্গীর  জায়গা নেই। 

খুব দেখার ইচ্ছে। 

একটু খোঁজ  নিয়ে দেখলাম,তাকে দেখে আমি আবাক।

চোখ গুলো বড়োবড়ো কপালে যেনো উঠে।

 সে পাখি আর কেউ  না, নয় সে বিদেশি।

সে দেখতে অদ্ভুত  কালো,মানুষ তাকে  অসভ্য বলে।

রঙ নেই  গায়ে সাদা,  আন্ধাকারে  দেখা যায়না, 

কালো যে তার রঙ,তাই তো মানুষ  নাম দিয়েছে কাক।

মানুষ  তো বরাবরি সুন্দরের বিচার  করে গুনের না।

মানুষ  তো  অসভ্য  নয়। 

তাদের  মন বিলাশ সমুদ্র  

তাই তো এক সঙ্গী  থাকার  পরে খোঁজে   সঙ্গী ।

মোন যে তাদের  উদার সমুদ্রের মত।

কাক তো  অসভ্য  

তাই তো সে এক  সঙ্গীকে জীবন করে উৎসর্গ। 



#উৎসর্গ 

#নাবিলা_তাজনূর_নূহা 

Post a Comment

0 Comments