আমি তো হারাতে চাইনা,মাগো তোমায়।
জম্ম নিয়েছি তোমার গর্ভে।
আকাশ পাতাল কষ্ট নিয়ে আমায় এনেছো এই ধরায়।
আমি তো এখনো খোকা,
ছুঁয়ে থাকতে চাই তোমার আচোল।
ঘুম ভাঙ্গে তোমার না থাকা শরীরেল গন্ধে।
আমি তো এমনটা চাইনী।
তোমাকে ছেড়ে যেতে চাই না।
থাকে চাই তোমার সাথে।
মাগো ভাগ্য দেবতার কাছে নালিশ দিয়ে,
তবুও আনিবো তোমায় ফিরে।
মাগো তোমার না থাকা সৃতি,
একটু আড়াল হতে ভেসে উঠে।
প্রার্থনা করি আমি, যেনো না থাকি।
তোমার আগে ওপরে আমি,মালা গাথি।
তুমি এনোছো মাগো রক্ত পাতে,ধরনীর বুকে।
জন্ম থেকে জন্মান্তরে।
মাটিতে রাখনি মাগো সোনার ছেলে,
পিপিলিকায় কাটবে বলে।
সুখের প্রদীপ দেখার আগে।
যেতে দিবোনা নয়ন জলে।
আগলে রাখো আমায় তুমি,বাস্তবতা অনেক কঠিন।
তুমি বিনে মাগো জীবন যুদ্ধে পরাজিত সৈনিক আমি।
বুকে রাখো মাগো তুমি,
কাল হতে কালান্তরে।
তুমি ছাতা হয়ে আগলে রেখো,
যুগ হতে যুগান্তরে।
0 Comments