তোমার দেশে

তোমার  দেশে যেতে  চাই  নতুন  সাজে।

নতুন এক বধু   বেসে।

বারে বারে  যেনো  আসি  ফিরে  তোমার  দেশে।

ভালোবাসা  কতো আশা  ছড়ানো  ঔই বাতাসে। 

স্বপ্ন মাখা,মেঘের  রং ছড়ানো তোমার  আকাশে । 

স্বপ্ন  মাখা  মন চেয়ে থাকে সারাক্ষণ, 

একথা জানায় চিরকুট  দিয়ে। 

""যেতে চাই  তোমার  দেশে"""

যেথাই  নতুন সাজে  আসে যে বৈশাখ। 

উষ্ণ মুখে, শূন্য বুকে আকে বাতাস  ছবি।

দিবা রাত্রি  লিখে  যায় কাব্য  নাম না জানা  কবি।

অনুমতি দেও দার খোলার,

      "" যেতে চাই  তোমার  দেশে""

যেথাই নদী  বয়ে চলে আপন মনে।

মাঝি ছাড়া  নৌকা  ভেসে যায়  পাল তুলে দুলে দুলে।

ফুল বাগানে  অলি গুলো পাগল হয়ে ছুটছে যেনো গুন গুনিয়ে।

দক্ষিণা পবন যেনো মন ছুয়ে যায়।

    """ যতে চাই তোমার  দেশে """

ভালোবাসা  ছড়ানো তোমার  দেশে। 

কাশফুলের সারিতে যেনো  মেঘ নেমেছে  আকাশ থেকে।

বারে বারে যেতে চাই নতুন কোনো সাজে।

জোনাক পোকার  সারিতে,

হাতে যেনো থাকে তোমার  একজোড়া  হাত।

"এক ঘিয়েমি বিরক্ত  মুখে, 

উষ্ণ ঠোঁটে  ছুয়ে যায় কোনো এক কবি।

জোছনা মাখা ওই রাতে  ভেসে ওঠে তোমার  ছবি।

যেতে চাই  তোমার  দেশে

"" নতুন  রূপে নতুন বেসে""


 #তোমার_দেশে

#নাবিলা_তাজনূর_নোহা 

Post a Comment

0 Comments