আলোর রঙ মিছিল

যান জোটের গাড়ি ঘোড়া হাজারো  মানুষের ভীড়,

মেলার  মত জমজামাট  এই  শহর দিনের আলোয় । 

কিন্তু  রাতের অন্ধকারে প্রচন্ড  শান্ত। 

ল্যাম্প পোষ্টের নিচে দাড়িয়ে  ভাবি একটু পর নামবে ভোর।

সূর্য  আলো দিবে, নতুন  দিনের  সূচনায় 

আবার শুরু  হবে চলাচলের মিছিল।

কি  কষ্টই না সহ্য করতে  হয় এই রাস্তা  গুলোকে, 

যদিও  এরা জড় পাদার্থ ইট পাথরে গড়া।

আমার  মত রাত জাগা দুই তিনকে কয়টা পথিক,

কেউ বা হাতে বই,কেউ পায়চারি  করে 

এপাশ থেকে ওপাশ হয়তো কারো অপেক্ষায়।

ফুট পাথের কয়টা অবুজ প্রাণী পাহারা দিচ্ছে  আমায়,

মাত্র  একটা  বিসকিট দিয়ে যেনো কিনে নিয়েছি আমি,

মানুষ  কে টাকা  পয়সা ভালোবাসা  দিয়েও যেনো শত্রু।

কি নিয়ম , আলো দিবে মনে হচ্ছে  আকাশ  লাল।

যেতে হবে আমায়  আমার  কাজ নেই আর।

আমি তো রাত জাগা পাখি।

একজন কে দিনের আলোই  খুব  ভালো বাসতাম।

সে আমাকে রাতেই  অন্ধকারে  কষ্ট  দিবে বলে চলে গেছে। 

এতো অয়োজন রঙের  খেলা এসব আমার  কাছে  তুচ্ছ , 

সামান্য  বিলাশিতা মাত্র ।

আমার কাছে অন্ধকার  মানে বিলাশ শূন্য  বুকে একরাশ ভালোবাসা। 

রাত টাই কারো জিবনে বয়ে আনে কষ্ট, 

আবার  কারো সুখ। 

ভেঙে  যাওয়া মানুষ  গুলো কষ্টে কাঁদে একা।

ভেঙে  দিয়ে যাওয়া  মানুষ  গুলো রঙ মহলে আমদ ফুরতিতে মাতে।

কেউ শান্তিতে  ঘুমায় চারটা খেয়ে  ফুতপাতে।

আবার  কেউ  পাঁচ তালা বিল্ডিং  পাহাড়া দেয়  অশান্তিতে।

সবাই  বলে রাত ভয়ংকর, ছলনাময়ী।

আমি বলি দিন প্রচন্ড  বড় মাপের  গিরগিটি। 

আমার  মানুষটা দিনের  আলোতেই

হাজারো  মানুষের রঙ মিছিলে হারিয়ে  গেছে। 

আমি তো রাতের রানি। 

তাই তো কোনো  দিনের কাছে নতো হয়নি আমি।

তাকে ছেড়ে  দিয়েছি দিনের আলোতেই ।

আমি তো কোনো গনিতের  উপপাদ্য নই,

যে বার বার প্রমান করবো।


#আলোর_রঙ_মিছিল 

#নাবিলা_তাজনূর_নূহা 


Post a Comment

0 Comments