কি গাঢ় গভীর।
অথচো ছুয়তে গেলে নেই।
তুমি কি জল?
কী সচ্ছ সহজ।
অথচো প্রলয় নিমিষেই।
তুমি কি ছায়া আমার?
যাকে শুধু দেখতে পাই।
অথচো ধরতে পারিনা।
কি যে বলি তোমায়?
বলতে গিয়ে আমতা আমতা করতেই শুরু শেষ।
কথায় আছেনা রৃদ্ধি যে দিকে যায় সগর শুকিয়ে মরুভূমির।
লিখতে বসলাম তোমার কথা,
চোখের জ্বলে ভিজে ডাইরির পাতা।
ভাবছিলাম গড়বো উপন্যাস,
শুরুতে ঠিক ঠাক মাঝ খানে থমকে যায় কলম।
কালি শেষ, কি করে লিখি শেষ টা তো অবহেলায় ভরা।
তোমার প্রতি অদ্ভুত মায়া।
কিছু নেই বাকি অথচো পড়ে আছি।
সম্পর্ক নেই অথচো সংকোচ।
তবুও ফিরবো না তো আমিও।
তফাৎ কিন্তু তবুও আছে।
তোমার আছে হাজারো অজুহাত।
আমার নালিশ গুলো কাচের মত।
তুমি আমায় ভুলে যাও,
আচ্ছা আমি কি তোমার ভুল?
আমারা তো সংসার পেতেছিলাম খেলা ঘরে?
গোপন সিন্ধুকে খুব যন্তে তুলে রাখি।
পুকুরের মরা ঝাঝি হাতে নিয়ে ।
আচ্ছা মনে পরে জলের সংসার।
একটু হাসি না ফুরাতেই হৃদয় চিড়ে তেনা।
তুমি সত্যি , কিন্তু আবার সত্যি না?
তুমি গল্প তবুও কল্পনা?
আকাশ সম্মোহন করে তার মায়,
কাছে গিয়ে দেখি সে সব কিছু না।
নীল নামক মিথ্যে নিমন্ত্রণ।
আমি তো খুব সমান্য তুচ্ছ প্রমিকা মাত্র।
তবে বলা হবেনা ভালোবাসি,
বায়না করা শুনেছি নিষেধ।
ভালোবাসি খুব অপেক্ষার সংসার।
0 Comments