ছুঁয়ে দিবে জীবন কাঠি মিলবে আমার উচ্ছাস।
মনের কেনভাসে দাপিয়ে বেড়া,
দেওয়াল ছবিটায় থাকবে আমার ছবি।
জল রং দিয়ে আকবে আমার নীল।
আধভাঙ্গা মন আমার কত নালিশ ছুড়ছি তাই আকাশ পানে।
নীল আমার পাবেনা তো মনের গভীরতা মাপতে,
তীরের জ্বলচ্ছ্বাস শুধু হাবুডুবু খাবে।
ইট পাথর অলিগলি আমি ঠিকানা বিহীন,
নীল এই ঠিকানা খুজতে হয় আকাশে বিলীন।
যদি পথ ভুলে আসতে,
প্রিয় আমায় কি ভালো বাসতে?
ঠিকানা জানতে মানা,থাকতে পারবে কি অজান্তে।
রংধনুর সাত রঙের বাহারি ফুলের মেলায় পারবে কি আমায় চিন্তে?
কালো বুড়ী নতুন করে করলো আমায় জাদু,
বন্দী আমি মিলবেনা তো মুক্তি,
দূর দেশে আছে তার প্রাণ ভোমরা
সেথায় যেতে হবে,আছে সেথায় মায়া স্বপ্ন বিবেক,
আরো আছে বাস্তবতার কতো লড়াই।
মিলবে আমার মুক্তি, জীবন কুপে আমি মরণ ফাঁদে,
যদি পরো মুক্ত করতে আমায়,
মিলবে তোমার ভালোবাসার রানি।
আমার মনে বিষাদ-যন্ত্রণার, কালোমেঘে ভরা নীল।
পারবে কি সুদ্ধ করতে,
করবে সেথায় নীলের মাঝে সাদা মেঘের বিচরণ।
পাখির না বলা কথা, পারবে কি জানতে?
শত শত ইচ্ছেরা আজ উদাসী, ঘন ঝাউবনে।
পারবে কি বসন্তের বাতাস দিয়ে ধরে রাখতে এক কুঠিরে?
পারবে কি খুঁজে আনতে ফেলে আসা দিন,
ভালোবাসা আর স্বপ্ন যেথায় রঙিন।
কষ্টের বোঝা ভিষণ ভারি পারবে প্রিয় ঠিক করে বয়তে?
জমে থাকা হাজারো অভিশাপ।
হৃদয় কুঠির অন্ধকার না আসে সূর্যের আলো,
না পায় চাঁদের আলো,
পারবে কি জ্বালাতে তুমি এই মনে আশার আলো?
স্বপ্ন সৃতি মায়ায় ভারা আমার কল্পনার নীল।
0 Comments