সেই প্রভাতে আমি নেই

যখন  ডাকবে  মোরে  ওই পারে।
জীবন তরীর পালতোলা,
হটাৎ করে প্রান পাখি টা ঘর ছাড়া।
মায়ার নারী  ছিঁড়বে  তখন  ছন্দ  গুলা।
ভাসিয়ে দিবে নয়ন জলে,
মিটিয়ে দিবো লেনা দেনা,
মিটিয়ে দিবো আপন  হেলা।
যখন পায়ের চিহ্ন  পরবেনা তোমার উঠান জুড়ে।
তুমি নীল নাইবা মনে রাখলে।
জমিয়ে তোমার কড়া হিসাব,
গুছিয়ে  রাখো মনের পাড়াই।
আমি চুকিয়ে দিবো তোমার হিসাব,
বন্ধ হবে  আনাগুনা।
জমবে ধুলা ডায়রির পাতায়,
কবিতা  গুলো  রঙ ছাড়া।
কাব্য কে নাই বা তুমি  খুঁজলে।
মরন ঘরে সেওলা জমা,
হৃদয়  পানে গোলাপ কাটার আঘাত 
নাইবা তুমি  মুছলে।
তোমার জীবন হীরার ঝলক,স্বপ্নে ঘেরা ঘর।
তুমি নাই বা আকাশ খুঁজলে।
তারার মাঝে  বেঁচে থাকা,
তুমি নাইবা আমায় বুুঝলে।
জীবন  যুদ্ধে হেরে যাওয়া এই ঘাটে,
তুমি নাই বা পাশে থাকলে।
তুমি  নাই বা ডাকলে জোসনা রাতে।
কাটালতা বিশে ধোঁয়া,
বাগান  ঘনো ঘাসে ফড়িং গুলো বনবাসে।
তুমি নাই বা খোঁজ রাখলে,
হারিয়ে  আমি, ভুলে তুমি  নতুন  সাজে ভ্রমর বেশে।
নতুন  বেসে কাটবে  সেদিন  তোমার  ভালো।
তখন  আমি মরণ রোগে
যাওয়ার  বাশি বাজবে,
আজ যেমন  হারায় আমি,
তুমি নাইবা চেনা শুরে গান ধরলে।
নতুন  করে তুমি বাঁধবে   সুখ,
আমার  না থাকায়  যে নেই  তোমার দুঃখ ।
হেরে যাবে  ভালোবাসা,
মুছে যাবে কাব্যের ছবির রঙ গুলো।
আমি থাকবো না, আমি থাকবো না,
তোমার  নীলের মিথ্যা  নিমন্ত্রণে।
আমি  ভুলবো না, তোমার  সৃতি এই ঘাটে।


Post a Comment

0 Comments