সেই রাতে




আজ কেনো মন উদাসী দূর অজানায় চায় হারাতে।

কবিতার বই  সবে  খুলেছি, লোডশেডিং এর মাঝ রাতে।

জানালা সবে দিয়েছি খুলে, দেখেছি  আমি তোকে,

আমি কত শত বার আঁকি তোর ছবি ভ্রমর কল্পনাতে।

মন ছটফটিয়ে  চলে চারিদিকে বিষাদের ধোঁয়া,  

বড্ড ক্লান্ত ছুটে  তার  পিছু,

তবুও মনের  গতি  আকাশ  ছোঁয়া।

বেকুলতায় চনচলতায় মাতিয়ে থাকে মন ও প্রাণ,

হাওয়ার মাঝে কানে ভাসে মিষ্টি  গলার  গান।

নিঝুম  রাতে চাঁদের আলো,ছাদটা যেনো হলুদ  মাখা,

ছায়া যেনো চলে পিছু, আকাশ  বুকে তাঁরার মেলা।

ঝিঝি করে  বাড়ির পাশে

হুদুম পেঁচা  আমের ডালে,

আতা গাছে টুনটুনি পাখি

নাচতে থাকে গানের তালে।

বাগান  বিলাসী  হেনা আর গন্ধরাজের মুগ্ধ  সুভাসে,

মন মাতানো সৌরভ মিশে ছিলো আকাশে বাতাসে। 

হাতের মাঝে  রঙ তুলি  আঁকে মন রঙ ছবি,

বেকুলতা লাফা লাফি ছন্দে  যেনো গড়তে চায় কবি।

জীবনের ক্লান্ত পথে নিজেকে  হারিয়ে ফেলে,

নাম না জানা অচিন দেশে,

একটু যেনো  চেনা পথে।

গায়ে নেই  গরম  তবুও  জ্বর  মনে।

পচা, গলা, নেতিয়ে পড়া নষ্ট  হৃদয়, 

সে রাতে সতেজ আদলে  প্রাণবন্ত হয়।

ঝমঝমিয়ে নামলো শেষে  জমা  যত বেথ্যা।

তোমরা  যাকে বর্ষা ভাবো, আদতে তা মায়া।


 #সেই_রাতে

#নাবিলা_তাজনূর_নূহা 

Post a Comment

0 Comments