নিঝুম রাত

নিঝুম  রাত, নাকি কোনো শব্দ? 

আসছে ভেসে উপর  থেকে চাদরে  আলো।

মনে  ঘরে যেনো  ধুম কালো।

চুপি নীলাসায় জীবন  টা যেনো   বন্ধ   রয়।

চারদিক  নিস্তব্ধ শুধু ঝিঁঝি পোকার  শব্দ। 

জীবনটাকে  এক নিমিষে  যেনো, 

সে রাত পাল্টে  দিলো।

হুদুম পেঁচা  বড় বড় চোখে তাকিয়ে আমার পানে,

কি যেন ভাবছে সে আনমনে। 

টিপটিপ করে জ্বলছে  যেনো  জোনাক পোকা,

সমুদ্রের  বুকে আকাশ  থেকে  ঝরছে তারা।

আসছে ভেসে দূর  থেকে কুকুর ডাক,

রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাক।

লাগে  ভয় বুক কাপে থরথর, 

তবুও  বলিনা মুখে। 

ওঠান জুড়ে  চাদের  আলো।

সেই রাতে মনে হয়ছিলো দিনের থেকে  রাতটাই বেশ ভালো।

চুপ চাপ জোসনার আলো।


 #নিঝুম_রাত

#নাবিলা_তাজনূর_নূহা 

Post a Comment

0 Comments