চলতি সময় থমকে গেছে হঠাৎ করে।
চিলেকোঠায় মন আজ খুন।
কবিতা গুলো চুপি চুপি কান্না কাটি করে মন যে খুন।
অন্ধকার ঘর আশেপাশে শুধু খুনের প্রতীচ্ছবি।
দেওয়াল জুড়ে রক্তের ছিটে ফোঁটা।
ডায়রিতে প্রমাণ অগ্নীশিখা।
মেঝের কোনে মন ছাড়া দেহ চুপটি করে চোখের জলে ভাসে।
ফুঁপিয়ে ফুঁপিয়ে বলে বন্ধী রাখতে কেনো পারলিনা?
সম্পর্কের শহরে আজ, একাকিত্বের কারফিউ জারি।
ভালোবাসা সেখানে জীবন্ত মহামারী।
অন্ধকার গ্রাস যেনো চিলেকোঠা।
রক্তের গন্ধে আজ বিষাক্ত ধোয়া।
শত শত মন আজ হয় যে খুন।
মৃত্যু দন্ড চাই প্রেম নামক মিথ্যে বানী।
বন্দী করা হোক মনের বাহারি আলাপ।
নয়তো বন্ধ হোক প্রেম প্রতিষ্টা দিবস।
নয়তো বন্ধ হোক বিচ্ছেদ প্রথা।
নয়তো বন্ধ করা হোক মন দেওয়া নেওয়া।
শহর থেকে উঠে যাক প্রাপ্তন এর সৃতি।
থেমে যাক কোলাহল।
শত শত ব্যর্থ গল্লের চোখের জলে নামুক বন্যা।
ভেসে যাক ভালোবাসার ক্যানভাস।
নয়তো কারাগারে নিক্ষেপ করা হোক ছলনা কারী দের।
অনাহারে মারা যাক মন লুটেয়ে নেওয়া ডাকাত।
আজ দেহের আর্তনাথ চিৎকার হাহা কারে
আহত হোক অন্ধবিশ্বাস ভালো বাসা নামক।
তলিয়ে যাক খুনিদের মন হত্যার বিলাশিতায়।
প্রাচন্ড অনূসুচনা তাদের ঘুম কেড়ে নেক,
উপহার পাক ঘুটঘুটে কালো রাত।
আপমান অবহেলা তাদের কুড়ে কুড়ে খাক।
তাদের হৃদয়ে বিরহের তীর বিদুক।
মন ভাঙ্গার প্রতিযোগিতায় নেমে আসুক অভিশাপ।
শহর জুড়ে প্রেমিক প্রেমিকার নাম আয়োজন বন্ধ হোক।
থেমে যাক ভালোবাসার মহামারি।
নয়তো বন্ধ হোক বিচ্ছেদ নামক মন খুন।
নিরাপত্তার সীমানা রেখা আকা হোক।
মুক্তি পাক মায়া নামক বাঁধন।
কমে যাক হত্যা,
বন্ধ হোক মহামারী বিচ্ছেদ।
0 Comments