আমি তো বলিনি আপনাকে ভুলে যাবো।
আবার কোনো প্রতিশ্রুতি দেইনি অমরত্ব লাভ করবেন,
আমার জীবন সংগ্রামে বিজয়গাঁথা হয়ে।
আবার এটাও বলিনি মুছে যাবেন জলরঙের ছবির মতো দেওয়ালে।
কোনো দিন বলিনি তো থাকবেন না আমার নকশিকাঁথার সুতার আঁকে বাঁকে।
বলিনি তো আপনি আমায় জলন্ত অগ্নি কূপে নিক্ষেপ করেছেন।
আবার এটাও বলিনি একাকিত্ব উপহার পেয়েছি আপনার উদার মন থেকে।
মন দেওয়া নেওয়া ব্যাবসাতে আপনি যে বণিক বড়ই লাভবান।
না জানি হাজারো মন করেছেন ধুলো ময়লার সাথে বিক্রি।
বলিনি তো আপনার গণিতে উত্তর মিলে দু'য়ে দু'য়ে পাঁচ।
সমাধান ছিলো চার করেছেন তো অবজ্ঞা
তিক্ত অভিজ্ঞতা মিলেনি তো সভ্যতা।
বলিনি তো আপনি চরম মাপের এক ঘোরে লোক।
ছলনায় সীমাহীন অনেক দিয়েছেন পাশ।
বলিনি তো আপনাকে নিয়ে লিখবো কবিতা।
আমার অগোছালো কবিতার মাঝে আপনার ঠিকানা।
আমি তো কোনো সাদা কাগজে হাতের ছাপ দেয়নি।
এক শতাব্দী পারেও থাকবেন আমার শেষ অধ্যায়।
আবার বলিনি তো একযুগ পাড়ি দিবো আপনার অপেক্ষায়।
বলিনি তো কঠিনতর শীলা আজ মনে।
একদিন সেথায় ছিলো মধুর চাষ।
বলিনি তো আমার সকল ইচ্ছে বিসর্জন আজ।
বলিনি তো পরশু হয়েছিলো শেষ দেখা।
আমি তো বলিনি,
কোনো কিছুই বলিনি আপনাকে।
সময় যেথায় থমকে গেছে।
হাত ঘড়িটা বন্ধ আজ।
দিনে একবার দেখায় সঠিক সময়।
বলিনি তো,
বলবো সব আপনার তীব্র অনূসুচনার মাঝে,
কঠিনতম একাকিত্বের রোগে।
0 Comments