কলমে- শরৎচন্দ্র নীল।
একটা ক্ষত আছে হৃদয়ের গহীনে
মনে হয় মৃত্যু সয্যার মত
এই ক্ষত কখনো আর সারবে না,
মন চাইলেও কাউকে আর ভালবাসবে না।
তোমার চলে যাওয়ায় এই দুনিয়ায় এখন
বদ্ধ কারাগার মনে হয়,
আমার এই বাস্তবতা সবার কাছে
শুধু একটা গল্পই মনে হয়।
ক্ষতটা এখনো অনেক গভীরে রয়েছে তাজা
আর রয়ে যাবে আজীবন।
এমন কোন দিন নাই সময় নাই মুহূর্ত নাহি আসে,
আমার এ মন তোমায় ভালো নাহি ভাসে
ঘুমের সাথে খেলি রোজ শত্রু শত্রু খেলা,
গভীর রাতে বসাই হাজারো স্মৃতির মেলা।
তোমাকে অন্য কেউ ছোঁবে এই ভেবে
বারবার আঁখি জল ঝরায়,
আর তোমাকে নিয়ে শুধু কবিতা লিখে যাই।
যদি কখনো আমার স্মৃতিগুলো থেকে তোমার মুক্তি হয়ে যায়,
যদি অন্য কারো সাথে তোমার বিয়ে হয়ে যায়।
যদি পারো আমায় আমার ভালবাসার দাম দিও,
তোমার ছেলে হলে আমারই নাম দিও।
0 Comments