স্বপ্ন ভেঙে অন্ধকার কারাগার ছেড়ে,
আলো খোজে নয়নে।
কতনা নিরুত্তর প্রশ্নের জালে,
শিমুল তুই করিস আমায় খুন।
শোকে তাপে আমি মর্মাহতও।
তুই কি কখনো হবি আমার ?
শমুল, হবি কি আমার বাগানের মালি ?
পরিচর্যা বিনে বহুকাল ফোটেনি সিউলি বকুল।
ঘন ঘাস আর পরগাছায় যা পরিণত অবজনায় স্তূপ।
তুই কি আমার বিষন্ন ভগ্নহৃদয়ের মাঝে একটা আকাশ হবে ?
যে আকাশে তাঁরারা সব হারিয়ে গিয়েও আবারও ফিরে আসে অঁধারে।
সন্ধ্যে বাতি হয়ে আসবি কি পূর্বাকাশে চাঁন্দ নিয়ে ?
শিমুল তুই কি আমার নীল কাব্য হবি ?
নাকি আমার কষ্ট জমা সুনামির ঢেউ ?
তুই কি হবি, আমার না বলা সেই গল্প ?
যেখানে হবেনা কোনো কথা,
শেষ অধ্যায় হয়নি লেখা সেথা।
তুই কি হবি, আমার ছিড়ে ফেলা সব ডাইরির পাতা ?
যে পাতার মাঝে ছিলো হাজারো ভুলে গাঁথা,
তুই নিবি কি ভাগ সেথা ?
পুড়িয়ে ফেলা সব স্বপ্নোর আজ হৃদয়ে জাগায়েছে ঢেউ,
সেথায় আসলে তুমিই ছিলে না অন্য কেউ।
একাকিত্বের অভিশাপে আজ জীবন নিস্তব্ধ।
আমার নিস্তব্ধতা শব্দ গুলো বেজে ওঠে মাঝে মাঝে।
তুই কি হবি সেই সুর,আমার জং ধরা ওই গিটারে তারে ?
মন মাতানো উৎসবে তব মাতবো উচ্ছ্বাসে।
তুই কি আমার ভেঙে যাওয়া দূর্গের দেওয়াল হবি ?
ক্ষত বিক্ষত বন্দী আত্নারা যেথায় চিৎকার করে সময়ে অসময়ে।
তুই কি আমায় বিশ্বস্ততা দিবি ?
চঞ্চল জলোচ্ছ্বাসে, আমার বুকের গহীনে বয়ে যাবি ?
নিয়ে যাবি সব যন্ত্রণা ভাসিয়ে এই বেলার।
তুই কি আমার নিঙ্গতার একালা পথিক হবি ?
নিশিরাতে রাত জাগা ভীনদেশি হয়ে।
তুই কি আমার নিশ্চুপ উঠানে প্রদীপ হবি ?
হবি কি অন্ধকারে কালো কালিতে আঁকা কোনে এক রঙহীন ছবি ?
যা আমি বারবার মুছি আবার আকি।
তুই কি আমার অনন্তকাল বেঁচে থাকার কারণ হবি ?
আলোহীন ল্যাম্পপোষ্ট এর নিচে বিষন্ন বিকেল,
তুমি কি আমার ঠিকানা হবে ?
ফিরে যাওয়ার কারণ থাকবেনা শত কাল।
হবি কি সেই ঠিকানা ?
জগৎ জুড়ে মিছে আয়োজন,
কখনো কি হয় শূন্য থেকে পূর্ণের মিলন ?
পারবি কি থাকতে আমার সাথে ?
হবি কি আমার কাটাময় রাস্তার পথ সাথী ?
.jpeg)
0 Comments